যাযাবর থেকে জিরাতি
Rafa Noman
আপডেট টাইম : সেপ্টেম্বর, ১২, ২০২৫, ৯:৫৮ পূর্বাহ্ণ
পাঠক পড়েছে || ৩০
জিরাতি!
জিরাতি শব্দটা অনেকের জন্য নতুন হাওর কেন্দ্রিক জীবন ধারার নাম। যাযাবর এবং জিরাতি এই দুইটা শব্দ কাছাকাছি।যাযাবর যাদের নির্দিষ্ট কোন বাস ভূমি থাকে না।আর এদিকে জিরাতি নির্দিষ্ট বাস ভূমি থাকলেও বছরের নির্দিষ্ট সময় তারা যাযাবরদের মত অন্য জায়গায় বসবাস করে।
হাওরে ছয় মাস পানি থাকে বাকি সময় উর্বর ভূমি চাষযোগ্য হলেও লোকের অভাবে চাষ করা হয়ে উঠে না ।
যে সব জমি চাষ হয় না বা লোকের অভাবে করতে পারে না সেসব জমি উজান থেকে কিছু মানুষ এসে চাষ করে এবং ছোট ছনের ঘর করে ছয় মাস থেকে চাষ করে ধান বা ভুট্টা নিয়ে পানি আসার আগেই উজানে ফিরে যায় নদী পথে।
এই ঘর গুলোর বিশেষ বৈশিষ্ট্য আছে দু চালা ছনের ঘর, ঘরটা বেশ উচু হয়। নিচের অংশে এক পাশে গরু রাখা হয় ঠিক তার উপরে নিজেরা থাকার জন্য বাশের মাচাং করা হয়।
বাড়ির আশেপাশে সবজি চাষ করা হয়। আর বাড়ি থেকে আসার সময় চাল ডাল নিয়ে এসে। চলে চাষাবাদ আর খাওয়া দাওয়া। খাবার হিসেবে বাড়ির আশেপাশে সবজি নিজেদের গরুর দুধ আর যদি নদী কাছে থাকে তাহলে নদীর মাছ ভরসা।
কালের বিবর্তনে জিরাতি কমছে এখন জমি কিনে হাওরে পাকাপাকি ঘরকান্না শুরু করে দিয়েছে অনেক জিরাতি।
{{ reviewsTotal }}{{ options.labels.singularReviewCountLabel }}
{{ reviewsTotal }}{{ options.labels.pluralReviewCountLabel }}
{{ options.labels.newReviewButton }}
{{ userData.canReview.message }}
Hi, I'm Rafa
Welcome to my world of exploration! I’m a passionate travel blogger from Bangladesh, dedicated to showcasing the incredible beauty and rich culture of my homeland.





