প্রতিটি দিন ইশ্বর এর দিন
Rafa Noman
আপডেট টাইম : সেপ্টেম্বর, ১২, ২০২৫, ৯:৪৭ পূর্বাহ্ণ
						পাঠক পড়েছে || ৩৬
						
															কেউ মদ বিক্রি করে দুধ কিনে খায়, কেউ দুধ বিক্রি করে মদ খায়। মদ শরীরের জন্য খারাপ জেনেও খায়।  পহেলা বৈশাখের আগে ধর্ম এসছে।  পৃথিবীতে প্রায় ৪৩০০ ধর্ম আছে। এর মাঝে আবার কিছু মানুষ কোন ধর্মই মানে না।
পহেলা বৈশাখ নিয়ে একটা নিবন্ধন পড়ছিলাম এর ইতিহাস নিয়ে। মোঘল সম্রাট আকবার নাকি এই বাংলা সন তৈরী করান।  হিজরি সন চাঁদ দেখার উপর নির্ভরশীল তাই বাংলা ভাষাভাষী অঞ্চলে কৃষিকাজের উপর নির্ভর করে কর নেয়ার জন্য বাংলা সন তৈরী করেন।
দোকানদার কিংবা জমিদারেরা এই দিনে বাকি টাকা তুলতেন মানে হালখাতা খুলতেন। কৃষকরা  ফসল ঘরে তুলে আনন্দ আয়োজন করতো।  ধীরে ধীরে আরো কত কি বিস্তৃতি লাভ করে এই দিন ঘিরে।
যাই হোক পহেলা বৈশাখ আমার মূল কথা নয়। পৃথিবীতে মানুষের আর্বিভাবের সময় থেকে ধর্ম এসেছে। পহেলা বৈশাখ সেদিনের  তৈরী। ধর্ম মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস নিয়ে মানুষ শত দুঃখ যন্ত্রনা নিয়েও বেঁচে থাকে।
মানুষ আনন্দে বেঁচে থাকার জন্য কত কি করে। কেউ নামাজ রোজা বা পূজো। কিংবা সে যে ধর্মের সে ধর্ম চর্চা করে সুখে থাকতে চায়। আবার  কেউ ধর্ম চর্চাও করে আবার সংস্কৃতি চর্চা করে সু্খে থাকতে চায়। কিংবা নির্লিপ্ত থেকে সুখে থাকতে চায়।
আমার কথা হলো যে লোকটা  মুক্ত ভাবে ধর্ম চর্চা করতে পেরে সুখে থাকতে চায় তাকে দিন না তার মত থাকতে। আবার যে লোকটা কারো ক্ষতি না করে সংস্কৃতি চর্চা করতে চায় তাকে দিন না তাই করতে।  কই ধর্ম চর্চা আর কই ঐতিহ্য বা সংস্কৃতি চর্চা। দুটো কে একসাথে গুলিয়ে দিলে কিছুদিন পর  আমির খানের পিকে ছবির শেষ দিকের অংশের মত পৃথিবীতে খালি জুতো আর জুতো পরে থাকবে।
আমার কাছে মনে হয় পহেলা বৈশাখ পালন করা পাপ। ওকে ঠিক আছে বাদ আমি পালন করবো না। আমার কাছের মানুষকে বুঝাবো যে কারনে এটা পাপ তা যুক্তি দিয়ে  বুঝলে বুঝবে না বুঝলে না বুঝবে আল্লাহ্ সবাইকে আগুন পানি চেনার ক্ষমতা দিয়েছেন পাপ পুণ্য বুঝে সে তার মত চলুক।
যার কাছে পহেলা বৈশাখ কিংবা আনন্দ শুভাযাত্রা কিংবা মঙ্গল শুভাযাত্রা  ভালো লাগে সে করুক তার পাপ হলে সে জাহান্নামে যাবে আপনি বুঝানোর দায়িত্ব নিয়েছিলেন বুঝিয়েছেন সে বুঝে নি বাদ দিন। নিজের ধর্ম চর্চায় মন দেন।
যে যেভাবে থাকতে চায় তাকে সে ভাবে থাকতে দেয়া উচিত। যদি না আপনার  কোন ক্ষতি না হয়।  একদল পহেলা বৈশাখের পক্ষে যুক্তি তর্ক দিয়ে এটাকে বৈধ দাবী করছে আরেকদল এর বিপক্ষে যুক্তি তর্ক দিয়ে অবৈধ দাবী করছে। খুব ভালো যুক্তি তর্ক চলুক এটা আবার হাতাহাতি না চলে যায় সে দিকে খেয়াল রাখুন। তাহলে এপার ওপার সব গেল। আবার ফেইসবুকে যে ধরনের উগ্র কথা বার্তা চলে তা দেখে দুই পক্ষ থেকে এক পক্ষকেও শান্তির পক্ষে কাজ করার মন মানসিকতা বুঝা যায় না।
বিদ্যানন্দ তে যাকাতের টাকা দিলে যাকাত হবে না ভালো কথা যাকাত দিয়েন না।  আবার যদি আপনার মনে হয় ওরা মানুষের টাকা মাইরা খায় তাহলে দিয়েন না সৃষ্টিকর্তা আপনাকে জ্ঞান দিয়েছে কাজে লাগান। হুদাই এর ওর পিছনে না লাইগা হুদাই একগেয়েমী না করে একটা দিন থাকেন না শান্তিতে।  আস-সুন্নাহ ফাউন্ডেশন টাকা দিতে ভালো লাগে দেন। আপনার যদি মনে হয় আস-সুন্নাহ ফাউন্ডেশন টাকা নিয়ে ভাল কাজ করছে করুক তাতে টাকা দেন। হুদাই উগ্র কথা বার্তা না বললে কি দিন ভালো যায় না? এতো উগ্রতা কিসের?  কিসের এতো রাগ।
ধর্ম  কিংবা ঐতিহ্য এর নামে যারা শান্তি ভঙ্গ করতে চায় তারা আর যাই হোক নিশ্চই  ধর্ম কিংবা ঐতিহ্য রক্ষা করার জন্য করে না। তাদের পকেট কিংবা অন্য কোন লাভের আসায় করে।
আমার কাছে মনে হয় যে পহেলা বৈশাখ পালন করতে চায় করুক, যে ধর্ম চর্চা করতে চায় করুক, যে বিদ্যানন্দে টাকা দিতে চায় দিক, যে আস-সুন্নাহ ফাউন্ডেশন টাকা দিতে চায় দিক। আমাদের এতো চুলকানি থাকবে কেন। আপনার যাকে নিষেধ করতে মন চায় করেন। উগ্রতা না ছড়িয়ে করেন। দেখবেন শান্তিতে আছেন।
একজন কৃষক পরিবারের সন্তান কে জিজ্ঞেস করে দেখেন এই বৈশাখ মাসে ফসল ঘরে তুলতে পারলে তাদের আনন্দ আয়োজনের কথা।  আবার আগাম বন্যার জন্য ফসল ঘরে তু্লতে না পারলে দুঃখের কথা। এসব না দেখে দেখেন শুধু কার পিছনে লেগে কাকে ছোট করে নিজে মহৎ সাজতে পারেন।
everyday is god day
প্রতিটি দিন প্রতিটি মাস আল্লাহ্র দিন কিসের বৈশাখ কিসের  এপ্রিল। আমরাই আলাদা করি।
যাই হোক হিজরি সন থেকে আসা বাংলা নতুন বছরের শুভেচ্ছা নিবেন। সবাই শুভ নবর্বষ বললেই শুভ হবে না, আপনাদেরই শুভ করতে হবে।
আগে নিজেরা শুভ কাজ করেন তখন হিজরি বা ইংরেজী কিংবা বাংলা  সব সনই শুভ হবে।
নতুন বৎসরের শুভেচ্ছা।
সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুন।
							{{ reviewsTotal }}{{ options.labels.singularReviewCountLabel }}
                        
						
							{{ reviewsTotal }}{{ options.labels.pluralReviewCountLabel }}
						
						
							
							{{ options.labels.newReviewButton }}
						
						{{ userData.canReview.message }}
					
															Hi, I'm Rafa
									Welcome to my world of exploration! I’m a passionate travel blogger from Bangladesh, dedicated to showcasing the incredible beauty and rich culture of my homeland.								
				
